বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইসরাইল কারাগারে অনশনরত ৭৬ ফিলিস্তিনি বন্দী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ৭৬ জন অনশনরত ফিলিস্তিনি বন্দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইল কারাগারে আটক দেড় হাজার হাজার ফিলিস্তিনি বন্দি বিভিন্ন দাবিতে প্রায় এক মাস ধরে অনশনরত আছে।

আরবি ভাষার আল-আকসা টেলিভিশন নেটওয়ার্কজানায়, অসুস্থ ৭৬ ফিলিস্তিনি বন্দির সবাই ইসরাইলের ‘অফের’ কারাগারে আটক ছিলেন। তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য ‘হাদরিম’ ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর একদিন আগে অসুস্থ হয়ে পড়া আরো ৩৬ বন্দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল।

এদিকে ইসরাইলি কারাগারে চলমান গণ অনশন কর্মসূচির নেতা মারওয়ান বারগুতি বলেছেন, ইসরাইলি কারাগারের দুঃসহ পরিস্থিতির প্রতিবাদ জানাতে তিনি এখন থেকে খাবার পানি পানও বন্ধ করে দেবেন।

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক মারওয়ান বারগুতি (ফাইল ছবি)

৫৭ বছর বয়সি ফাতাহ আন্দোলনের সাবেক নেতা বারগুতি আরো বলেছেন, তাদের দাবি মানতে ইহুদিবাদী কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটি বারগুতি’র আইনজীবীর বরাত দিয়ে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মারওয়ান বারগুতির আহ্বানে সাড়া দিয়ে গত ১৭ এপ্রিল থেকে প্রায় ১,৬০০ ফিলিস্তিনি বন্দি গণ অনশন ধর্মঘট শুরু করেন। ফিলিস্তিনি জনগণকে বিনা বিচারে আটক, নির্জন কারাগারে নিক্ষেপ এবং চিকিৎসা সুবিধা না দেয়ার মতো বন্দিদের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই অনশন ধর্মঘটের ডাক দেয়া হয়।

ফিলিস্তিনি ইন্তিফাদা আন্দোলনে ভূমিকা রাখার অভিযোগে ইসরাইলি আদালত বারগুতির বিরুদ্ধে পাঁচ বার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। তিনি অনশন ধর্মঘটের ডাক দেয়ার পর থেকে তাকে নির্জন সেলে রাখা হয়েছে।

ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: লেবার পার্টি

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ