আওয়ার ইসলাম : কাতারের জিম টিভি সেদেশের শিশুদের কোরআন শিক্ষামূলক বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
ইকরা ওয়ারতাকি শিরোনামের ওই কুরআন শিক্ষামূলক অনুষ্ঠানটি প্রতি শুক্রবার মক্কার স্থানীয় সময় বেলা ২টায় সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা এক সঙ্গে কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াতে ভুল হলে উপস্থিত শিক্ষক তা শুধরে দেন। দর্শনার্থীদের উদ্দেশ্যে ভূরটি চিহ্নিত করে শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে টেলিফোনের মাধ্যমে শিক্ষার্থীরা অংশ নিতে পারে।
তেলাওয়াত শেখানো ছাড়াও এই অনুষ্ঠানে সহজ ভাষায় কোরআনের ভাবার্থ শিখানোর পাশাপাশি আয়াত সংশ্লিষ্ট আলোচনা করা হয়।
এসএস/