রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বেকারত্ব দূর করতে ভারতকে গরু রক্ষা কেন্দ্র খোলার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বেকারত্ব সমস্যা বেড়েই চলছে। এটি দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু।

কারণ হিসেবে তিনি বলেন, এই মুহূর্তে গরু রক্ষার জন্য নাকি প্রচুর কর্মী দরকার।

ট্যুইট করে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে এই পরামর্শ দিয়েছেন তিনি।

কাটজু জানান ‘অর্থ উপার্জন করতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি দেশে প্রকৌশলী কলেজ স্থাপন করেছে কিন্তু দেশে এখন আর তো কোন চাকরি নেই। তাই আমি কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলিকে অনুরোধ জানাবো তারা যেন গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খোলে। কারণ ভারতে এখন গো-রক্ষাকারীদের প্রচুর চাহিদা রয়েছে’।

কাটজু আরও জানান ‘গরু রক্ষা প্রশিক্ষণের ওপর ব্যাচেলর, মাস্টারর্স, এম.ফিল, পিএইচ ডি কোর্স চালু করা উচিত। এমনকি স্কুলের পাঠ্যসূচিতেও গরু রক্ষা বিষয়টি অন্তভুর্ক্ত করার অনুরোধ রেখেছেন তিনি।

সাবেক এই বিচারপতি’র দাবি ‘বর্তমানে ভারতে ৯০ শতভাগ প্রকৌশলী বেকার রয়েছেন। কিন্তু গোরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে একশত ভাগ প্লেসমেন্টর সুযোগ থাকবে। ফলে বেকারত্ব দূর হবে’।

কখনও রাজস্থান আবার কখনও উত্তর প্রদেশ, ভারতে একের পর এক রাজ্যে গরু রক্ষা কমিটির সদস্যদের হাতে নির্যাতনের ঘটনার পর দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে সোরগোল পড়ে যায়।

এমনকি এ নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এমন এক পরিস্থিতিতে মোদি সরকারকে কটাক্ষ করলেন কাটজু।

গরু জবাই করলে আড়াই লাখ টাকা জরিমানা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ