ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী বলেছেন, 'যদি আদালতের রায় রাম মন্দিরের পক্ষে না যায় তাহলে সরকার সংসদে আইন পাস করে আদালতের রায় পরিবর্তন করতে পারে এবং তার পরে রাম মন্দির নির্মাণ করা হবে।' সোমবার এক টিভি চ্যানেল আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্বামী ওই মন্তব্য করেন।
রাম মন্দির নির্মাণের তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভগবান রাম যেখানে জন্মেছিলেন, সেখানে মন্দির নির্মাণ করা আমাদের মৌলিক অধিকার। আমার বিশ্বাস, জুলাইয়ের মধ্যে আদালত কিছু না কিছু সিদ্ধান্ত অবশ্যই নেবে।’
তিনি বলেন, ‘রাম মন্দির বিজেপি’র জন্য বাধ্যতামূলক। আমরা রাম মন্দিরকে কেন্দ্র করেই ক্ষমতায় এসেছি এবং আমাদের ইস্তেহারেও তা রয়েছে।’
স্বামীকে প্রশ্ন করা হয়- আপনি বলেছিলেন দুই বছরের মধ্যে রাম মন্দির নির্মাণ করা হবে কিন্তু এখনো তো তা হয়নি এ প্রসঙ্গে কী বলবেন? জবাবে সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘মহাত্মা গান্ধীও বলেছিলেন, এক বছরের মধ্যে ভারত স্বাধীন হয়ে যাবে কিন্তু স্বাধীন হতে ১৭ বছর সময় লেগেছিল। রাম মন্দির যাতে দ্রুত নির্মাণ করা যায় সেজন্য আমি চেষ্টা চালাচ্ছি।’
স্বামীকে প্রশ্ন করা হয় আপনারা কী আদালতের রায় মেনে নেবেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায়ের জন্য আমরা বেশিদিন অপেক্ষা করতে পারব না। আদালতের রায় যদি বিপক্ষে যায় তাহলে আমরা সংসদে আইন তৈরি করে ওই রায় পরিবর্তন করতেও পারি।’
স্বামী এ ব্যাপারে সাবেক কংগ্রেস সরকারের আমলের একটি ঘটনার কথা টেনে বলেন, ‘কংগ্রেস সরকারও শাহবানু মামলায় আইন তৈরি করে আদালতের রায় পরিবর্তন করেছিল। আমরাও এরকম করতে পারি।’
কাশ্মিরে ৩৭০ ধারাকে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ফল বলে মন্তব্য করে স্বামী বলেন, ‘বিজেপি সরকার ৫ মিনিটের মধ্যে ওই ধারাকে অপসারণ করতে পারে। কিন্তু রাজনীতিতে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য ভালো মুহূর্তের অপেক্ষা করা হচ্ছে।
এসএস/