জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘সেনানিবাস আইন- ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১৪৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্টের সংশোধনী এনে প্রায় শত বছরের পুরানো আইনটিতে সংশোধনী আনা হয়েছে।
১৯২৪ সালের আইনে মাতলামি, ভিক্ষাবৃত্তি ও জুয়া খেলার জন্য আগে মাত্র এক টাকা জরিমানার বিধান থাকলেও নতুন আইনে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগে এ আইনে ২৯২টি ধারা থাকলেও বর্তমানে সংযোজন-বিয়োজন করে ২৫৮টি ধারা করা হয়েছে।
হিন্দু ধর্ম কি মদ-জুয়া বা অশ্লীলতার অবাধ সুযোগ দেয়?