বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

১০ মাসের শিশুকে অভিযুক্তকারী এসআই বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১০ মাস বয়সী এক শিশু ও একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে মারামারি ও চুরির মামলায় অভিযোগপত্র দায়ের করায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, এছাড়া ওই ঘটনায় মিরপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী মাহবুবুল আলমকে প্রত্যাহার করে পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও মিরপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে মহলছড়িতে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।

গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মিরপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফ গত ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

শিশুদের যৌন হয়রানি রোধে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা!

গত ৩০ এপ্রিল ওই অভিযোগপত্রে শুনানি হলে ১০ মাস বয়সী শিশুটি তার বাবা আবুল কাশেমের কোলে চড়ে আদালতে যায়। ওই সময় আদালত জানতে চাইলে শিশুটির বাবা বলেন, তার কোলের শিশু রুবেলও এ মামলার আসামি। পরে আদালত কাগজপত্র যাচাই করে আসামির নাম, ঠিকানা ও বাবার নাম ঠিক পান।

অবশ্য মামলার বাদী হাবিবুর রহমান তখন দাবি করেন, রুবেল নামের ৩০ বছরের একজন আসামি তার বাড়িতে হামলা চালিয়েছিল। মামলায় ভুল করে ওই রুবেলের পরিবর্তে আবুল কাশেমের ছেলে শিশু রুবেলকে আসামি করা হয়েছে। এটা তদন্ত কর্মকর্তার ভুল। তিনিও চান শিশুটি রেহাই পাক।

শিশু রুবেলের মা শামীমা আক্তার বলেন, ঘটনার সময় তার ছেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ