বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মারমারিসের কাছে পর্যটক বহনকারী একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে পর্বত থেকে নিচে পড়ে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও আল-জাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার তুর্কি পর্যটকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ মিটার নিচে পড়ে এবং একটি প্রাইভেটকারকে আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। চালকের ভুলে এ ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

মুগলা প্রদেশের গভর্নর আমির চিচেক বলেছেন, ‘ভয়াবহ’ এ দুর্ঘটনায় বাসটির ২০ যাত্রী নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানান।

প্রদেশের ডেপুটি গভর্নর কামিল কোতেন জানিয়েছেন, রাস্তার পাশের রেলিং ভেঙে বাসটি ৫০ ফুট নীচে আরেকটি রাস্তার উপর দিয়ে চলমান একটি গাড়ির উপর পড়ে যায়। এ সময় ওই গাড়ির তিন যাত্রীও নিহত হয়। ওই তিনজনসহ এ দুর্ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলে কোতেন জানান।

চিচাক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় এটি রেলিং ভেঙে রাস্তা থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুমড়ে মুচড়ে যাওয়া হলুদ রঙের একটি বাস রাস্তার পাশে পড়ে আছে এবং এর কাছে কাপড় দিয়ে সারিবদ্ধ লাশ রেখে দেয়া হয়েছে। চীন সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ