শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের স্বর্ণজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক সলিডারিটি গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে দেশের জন্য গৌরবোজ্জ্বল কীর্তি গড়েন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

গেমসের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে এই গৌরব এনে দিয়েছেন এই দুই শুটার।

আবদুল্লাহ হেল বাকী ও সৈয়দা আতকিয়া ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর-সীমানুর জুটি। চলতি বছরের শুরুতে দিল্লিতে শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়েছিল। বাকু থেকে এই ইভেন্টেই এল বাংলাদেশের সাফল্য।

এর আগে শনিবার গেমসে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন রাব্বি হাসান মুন্না। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা পদক জয় করেছেন তিনি। বাকু শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জয় করেন রাব্বি। ২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন।

রমজানে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বিশেষ প্রশিক্ষণ কোর্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ