আওয়ার ইসলাম : তুরস্কে আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ মেলায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাফল্য তুলে ধরার জন্য এ মেলায় অংশ নেই এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শন করেছি।
চারদিন ব্যাপী এ মেলা ৯ মে শুরু হয়ে ১২ মে শেষ হয়েছে।
‘আমার পোলা আকাম করছে তো হইছে আমিও তো করি?’
অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান
তিনি বলেন, এ মেলায় মেজর জেনারেল মাসুদ রাজ্জাকের নেতৃত্বে সশস্ত্রবাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
এর ফলে আমাদের দুইটি উদ্দেশ্য পূরণ হয়েছে। প্রথমত বিশ্বের ৫৩ দেশের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরা সম্ভব হয়েছে এবং দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।
মনির বলেন, ইস্তান্বুলে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলডিরিম।
-এআরকে