রাজধানীর বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার সাফাত আহমেদকে ৬ দিনের ও সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকালে মহানগর ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উল-ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন ডিবি কার্যালয়ে ওই দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ঢাকা সিএমএম আদালতে নেয়া হয়।
আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। মহানগর ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উল-ইসলাম সাফাতকে ছয় দিনের ও সাদমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, বনানীতে দুই ছাত্রী ধর্ষণে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ জড়িত বলে প্রতীয়মান হয়েছে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের প্রমাণ মিলছে