মুহাম্মদ রাকিব হাসান: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু হল 'বাংলা লাইব্রেরির। দুবাইয়ের প্রবাসী বাংলাদেশীর মধ্যে বাংলা সাহিত্য চর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার জন্যে এই উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন 'দ্যা আরবান রিডার্স'। সংগঠনটি বাংলাদেশী কমিউনিটিতে 'বইয়ের ফেরিওয়ালা' নামে পরিচিত।
বুধবার স্থানীয় সময় দুবাইয়ের নাহদা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন দ্যা ফুড ভিলেজ রেস্তোরাঁয় এ অস্থায়ী বাংলা লাইব্রেরির উদ্বোধন করা হয়।
সংগঠনের কর্মীরা জানায় দুবাইয়ে অবস্থানরত যে কোন বাঙালী এই লাইব্রেরিতে থেকে বই নিয়ে পড়ার সুযোগ পাবে। পরবর্তীতে দুবাইয়ের আরও কয়েকটি রেস্টুরেন্টে এর শাখা খোলার কথাও জানায় তারা।
উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন- দুবাই চিড়িয়াখানার পরিচালক প্রাণী বিষয়ক লেখক রেজা খান, হারুন উর রশিদ, ওসমান গনি, নাজমুল হক ও জিনাত রেজা খান প্রমুখ।
১০১ দেশের ৬শ; মানুষকে নাস্তা করিয়ে দুবাইয়ের বিশ্ব রেকর্ড!