আওয়ার ইসলাম : সৌদি আরবের রাষ্ট্রীয় বিভিন্ন পদে কর্মরত বিদেশিদের ২০২০ সালের মধ্যে চাকরিচ্যূত করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। এ মর্মে সকল মন্ত্রণালয়কে নোটিশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে রাষ্ট্রীয় পদে কর্মরত বিদেশিদেরকে ২০২০ সালের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিতে হবে।
শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার বিদেশি কর্মচারি ও কর্মকর্তা চাকরিরত রয়েছে।
মক্কা-মদীনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে: হোসেইন দেহকান
সৌদি আরবেই প্রথম বিদেশ সফর করছেন ট্রাম্প
সৌদি আরবে রাস্তায় পড়ে আছে ২০০ বাংলাদেশি
সৌদি আরবের শ্রম প্রতিমন্ত্রী আবদুল্লাহ মুলাফফা মিডিয়াকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সময় মন্ত্রী বেসরকারি খাতেও বিদেশি শ্রমিকের উপস্থিতি কমানোর ইঙ্গিত প্রদান করেন।
-এআরকে