আওয়ার ইসলাম: নাম মাত্র মূল্যে কৃষকদের সার বীজ বিদ্যুৎ ও ডিজেলসহ যাবতীয় কৃষি উপকরণ বিতরণের আহবান জানিয়েছে ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন।
ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক মুফতী ড. মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সদস্য সচিব শহিদুল ইসলাম কবির আজ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, কৃষক তার মেধা ও শ্রম দিয়ে উৎপাদন করে দেশের সামগ্রিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই কৃষকের অধিকার খর্ব হলে এরচেয়ে পরিতাপের আর কিছু হতে পারে না। কৃষকের সমস্যাগুলো সমাধান না করলে দেশের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে। নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষক ও কৃষি রক্ষায় প্রকৃত কৃষককে নামেমাত্র মূল্যে সার, বীজ, বিদ্যুৎ ও ডিজেলে দিতে হবে।
সরকার যদি কৃষকের জন্য এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তবে দেশের ক্রমাগতভাবে কৃষিখাতে যে ধস নেমে আসবে তাতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, কৃষি খাতকে বাদ দিয়ে বা কৃষকের স্বার্থকে উপেক্ষিত করে কোনোক্রমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
এসএস/