সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে অস্ত্র না দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেছেন, দ্রুতই মার্কিন সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। কুর্দি গেরিলাদেরকে সন্ত্রাসী মনে করে তুর্কি সরকার।
এরদোগান বলেন, “আমি আশা করি এই ভুল দ্রুতই শোধরানো হবে।” মঙ্গলবার মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন সিরিয়ায় যুদ্ধরত কুর্দি গেরিলাদেরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার কথা ঘোষণা করেছে।
এ সম্পর্কে এরদোগান আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের সময় তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
আগামী ১৬ মে ওয়াশিংটনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, আগামী ২৫ মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ন্যাটো সামরিক জোটের বৈঠকের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন এরদোগান।
এসএস/