বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আল্লামা মুজাফফর আহমদের মৃত্যু চরমোনাই পীর ও এরশাদের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ পৃথক পৃথক বার্তায় তারা  মরহুমের প্রতি শোক প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এক যৌথ শোকবার্তা পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুজাফফর আহমদ, জিরি মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম এবং ময়মনসিংহের ভালুকা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

হেফাজতে ইসলামের নায়েব আমীরের ইন্তেকাল

নেতৃদ্বয় বলেন, এ সকল উলামায়ে কেরাম স্ব স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মরহুম উলামায়ে কেরাম তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং সর্বোপরি দীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার করার সর্বাত্মক চেষ্টা করে গেছেন। মহান রব্বুল আলামিন তাঁদের সকল নেক খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা এবং পরিবার পরিজনকে সবর করার শক্তি দান করুন, আমীন।

অন্যদিকে পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আল্লামা মুজাফফর আহমদ  ইসলামের একজন নিবেদিতপ্রাণ সেবক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন পরহেজগার ব্যক্তি, বিশিষ্ট হাদিস বিশারদ, দ্বীনের খেদমত দানকারী ধর্মীয় নেতাকে হারালাম।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ