আওয়ার ইসলাম : মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ বিন আবদুল কারিম আল ঈসা বলেছেন, ইসলামে শান্তির বিশেষ অবস্থান রয়েছে। কিন্তু তার প্রকাশ মানুষের জন্য ভালোবাসার মাধ্যমেই প্রকাশ পাবে। মতবাদ ও তার আলোচনার মাধ্যমে তা পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।
তিনি মিসরের কায়রোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস কনফারেন্সে এসব কথা বলেন।
মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে তিনশত মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় পণ্ডিত, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, ইসলামের শান্তিপূর্ণ তুলে ধরার জন্য প্রয়োজন বাস্তবমুখী উদ্যোগ, নিষ্ঠ্যাপূর্ণ ও কার্যকর কর্মকাণ্ড। আর মানুষের জন্য শুভ কামনা ও নিঃস্বার্থ ভালোবাসা।
তিনি আরও বলেন, যদি ন্যায় বিচার হারিয়ে যায় তবে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, মিসরে শান্তি নেই। এখানে আছে ধৈর্য্য ও স্বার্থবিমুখতা। ফলে ভালোবাসার পরিবর্তে বাড়ছে ঘৃণা।
-এআরকে