আফগানিস্তান এবং আমেরিকার যৌথ অভিযানে আইএস এর আফগান প্রধান আবদুল হাসিব নিহত হয়েছেন। গত বুধবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন।
খবরে বলা হয়, চলতি সপ্তাহের বুধবার থেকে আইএস দমনে যৌথ অভিযান শুরু করে আফগানিস্তান এবং আমেরিকার সেনাবাহিনী। টানা ৪৮ ঘণ্টা ধরে চলে সেই অভিযান।
শুক্রবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডাভিস বলেন, ‘আমাদের ধারণা, আমরা তাকে মেরে ফেলতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও নিশ্চিত নই। ’ তিনি আরও জানিয়েছেন যে দুই দেশের সেনাবাহিনীর মোট ৯০ জন সদস্য আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে অভিযান চালায়। এনকাউন্টারে একাধিক জঙ্গি নেতাসহ প্রাণ গেছে ৩৫ জনের।
আবদুল হাসিবের মৃত্যু নিশ্চিত নয়। তবে এই খবর সত্যি হলে তা আফগান ও আমেরিকান সেনাবাহিনীর কাছে বিশাল সাফল্যের বিষয়। চলতি বছরের মধ্যেই আফগানিস্তানের আইএস প্রধান আবদুল হাসিবকে শেষ করার করার সংকল্প করেছে সেনাবাহিনী।
এসএস/