ইন্দোনেশিয়ার মেয়েদের বিয়ের বয়স আইনগত ভাবে নুন্যতম ১৮ ধার্য করার আহ্বান জানিয়ে এক ফতোয় জারি করেছে সে দেশের নারী আলেমরা। সেখানে বর্তমানে মেয়েদের বিয়ের আইনগত বয়স ১৬।
২৫.৫ মিলিয়ন জনসংখ্যার ৯০ শতাংশ মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের নারী আলেমরা বৃহস্পতিবার জাভা দ্বীপের সিয়ারবনে একটি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে পাকিস্তান, ভারত ও সৌদিআরবের নারী আলেমগণও উপস্থিত ছিলেন। সমাবেশে তারা নিপীড়িত নারী ও বাল্যবিবাহ বিষয়ে বেশ কিছু ফতোয়া দেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে ধর্মীয় নেতৃস্থানীয় ক্ষেত্রে নারীদের ভূমিকা গ্রহণে ইন্দোনেশিয়ার নারীরা একটি বিরল উদাহরণ।
অনুষ্ঠিত নারী আলেমদের ওই সম্মেলনে যেসব ফতোয়া দেওয়া হয় তাতে উল্লেখ ছিল, ১৬-১৮ বছরের মেয়েদের বিয়ে না দিয়ে তাদের বিয়ের আইনী বয়স বাড়াতে হবে। জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ‘ইউনিসেফ’ জানায়, ইন্দোনেশিয়ায় বাল্য বিবাহ বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। দেশটিতে প্রতি ৪ জনের মধ্যে একজন নারীর ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়।
সমাবেশে উপস্থিত ধর্ম বিষয়ক মন্ত্রী লোকমান হাকিম সাইফুদ্দিন বলেন, আমি এই সুপারিশটি সরকারের কাছে নিয়ে যাব। ফতোয়ায় আরো বলা হয়, যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের জন্য খুবই জঘন্য একটি বিষয়। এটি মোকাবিলা করার জন্য আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্মেলনে অংশ নেওয়া আলেমরা তাদের ফতোয়ার স্বপক্ষে গবেষণা ও জরিপ তুলে ধরে দেখান কীভাবে শিশুবধূরা বিয়ের পর লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং কীভাবে এসব বিয়ের অর্ধেকই শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে।
বার্মিংহামে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
ভারত সফরে আসছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান