বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন হলে জনপ্রিয়তা বোঝা যাবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের পুলিশ ও সরকারের নিয়ন্ত্রণ ছাড়া নিরপেক্ষ নির্বাচন হলেই কোন্‌ দলের জনপ্রিয়তা কত তা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব।

তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও একটি নিরপেক্ষ সহায়ক সরকার প্রয়োজন। তা না হলে দেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। কারণ অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই বুঝা যাবে কার জনপ্রিয়তা কত।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কী পারে আর কী পারে না তা অতীতে প্রমাণিত হয়েছে। আর বর্তমান সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক, দেখা যাবে কে বেশি জনপ্রিয়?

বন্যা দুর্গত হাওর এলাকায় বিএনপির প্রতিনিধি দলকে বাধা দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় দুর্গতদের সহায়তায় যেতে বিএনপির ত্রাণ প্রতিনিধি দলকে প্রশাসন বাধা দিচ্ছে। প্রয়োজন হলে বিএনপি চেয়ারপারসনও দুর্গত এলাকায় যাবেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের নবগঠিত কমিটি নিয়ে কোন বিতর্ক নেই। নতুন কমিটি নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। এই কমিটি আগামী দিনের যে কোনও আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ্যে শঙ্কা, আড়ালে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত বিএনপির


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ