বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার গোলান মালভূমিতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া থেকে নিক্ষিপ্ত কয়েকটি মর্টারের গোলা ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে পড়ার পর ওই বিমান হামলা চালায় তেল আবিব। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চালানো ওই হামলায় গোলান মালভূমিতে অবস্থিত সেনা ঘাঁটিটির স্থাপনার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশটির কুনেইত্রা শহরের নিকটবর্তী খান আরনাবা এলাকার একটি সামরিক ঘাঁটিতে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি জঙ্গিবিমান।

ইহুদিবাদী সেনারা ওই হামলা চালানোর কথা নিশ্চিত করে এক বিবৃতিতে দাবি করেছে, অধিকৃত গোলান মালভূমির উত্তর অংশের একটি ফাকা জায়গায় সিরিয়া থেকে নিক্ষিপ্ত তিনটি গোলা এসে আঘাত হানার পর ওই বিমান হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওইসব গোলার আঘাতে ইসরাইলি জানমালের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া, ইচ্ছাকৃতভাবে ওই গোলা নিক্ষেপ করা হয়নি বরং সিরিয়ায় চলমান যুদ্ধের কোনো পক্ষের ছোঁড়া গোলা ভুলক্রমে ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে পড়েছে বলেও ইসরাইলি বিবৃতিতে জানানো হয়।

এদিকে সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এ ধরনের হামলা চালিয়ে উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সেনা অভিযানের কোনো ক্ষতি করতে পারবে না। জঙ্গিদের হয়ে প্রক্সি যুদ্ধ না করার জন্যও তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭  সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় যা বর্তমানে অধিকৃত গোলান মালভূমি হিসেবে পরিচিত।   সিরিয়া ২০১১ সালে বিদেশি মদদে সন্ত্রাস ও জঙ্গিবাদে আক্রান্ত হওয়ার পর থেকে এই মালভূমিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ