বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বোরখা পরিয়ে মূর্তি জায়েজ করা যাবে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান বলেছেন, সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি সড়াতেই হবে। কোন রকম গোজামিল জনগণ মেনে নেবে না। বোরখা পড়িয়ে সুপ্রীম কোর্টের সামনে মূর্তি জায়েজ করা যাবে না। ৯২ ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ বিচারলয়ের সামনে মূর্তির পক্ষে কোন রকম যুক্তি গ্রহনযোগ্য নয়। আজ দেশের ওলামা-মশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানদের ন্যাক্কারজনকভাবে কটুক্তি করা হচ্ছে যা কোনভাবেই বরদাশত করা যায় না।

অবিলম্বে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূতি অপসারণের দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ড়েমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, ঢাকা মহানগরীর সহসভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, মো: আবুল হোসাইন, ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, মোস্তাফিজুর রহমান ইরান, কাজী আরিফুর রহমান, মুহাম্মদ সেলিম হোসাইন, হাজী হারুনূর রশীদ, ছাত্র নেতা মো: মনির হোসাইন, তাইফুর রহমান, শ্রমিক নেতা আবুল কালাম প্রমুখ।

কাল ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ

ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, আমাদের ধর্মীয় বা সংস্কৃতিক ঐতিহ্য কোন কিছুর সাথেই গ্রীক দেবীর মূর্তি সামঞ্জস্যপূর্ণ নয়। অবিলম্বে এ মূর্তি অপসারণ করতে হবে। তা না হলে দেশবাসী তীব্র আন্দোলনের মাধ্যমে সুপ্রীম কোর্ট থেকে মূর্তি অপসারণে সরকারকে বাধ্য করবে।

সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে সরকারের ক্ষমতার উচ্ছিষ্টভোগী বাদল-ইনু গংদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তীব্র নিন্দা জানাই। সরকার যদি বাদল-ইনু গংদের এ বেয়াদবীর বিচার না করে তবে দেশের তাওহদী জনতা রাজপথে তাদের বিচারের ব্যবস্থা করবে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ