মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজ দেখে এলেন পবিত্র কাবা শরিফের ভাইস প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। আজ দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানের সঙ্গে তিনি নির্মাণকাজ দেখতে যান।
ভ্রমণের সময় আলাপে শায়খ বলেন, বাংলাদেশের মানুষ পবিত্র মক্কা ও মদিনাকে যথেষ্ট মহব্বত করে। বাংলাদেশের জনগণকে দেখলাম তারা আসলেই ধর্মভীরু এবং ধর্মকে যথেষ্ট মহব্বত করে। বিশেষ করে আমি বাংলাদেশের জনগণের মধ্যে দেখলাম পবিত্র মক্কা ও মদিনাকে যথেষ্ট মহব্বত করে।
ভ্রমণে মসজিদে নববীর খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমও ছিলেন। দুপুরে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতিতে চড়ে পদ্মা সেতুর নির্মাণকাজ দেখেন তারা।
তিন ঘণ্টাব্যাপী ভ্রমণের সময় সৌদি আরবের অতিথিদের জন্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে ইসলামী ফাউন্ডেশন। শিল্পীরা হামদ ও নাত পরিবেশন করেন।
আরআর
আরবলীগ সম্মেলনে আরব নেতাদের ঘুম!