হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি বলেছেন, গরুর গোশত বন্ধ করায় মুসলামন শঙ্কায় নয়৷ এতে মুসলামনদের কোনো ক্ষতিও হবে না৷ ক্ষতি তো হবে রাষ্ট্রের৷ ভারত সরকার বিদেশে গোশত আমদানি করে প্রতি বছর প্রায় ২লাখ কোটি রূপি আয় করে থাকে৷ গোশত বন্ধ করলে এতো বড় রাষ্ট্রীয় আয়ের কী হবে? মুসলমান গোশত না খেয়েও থাকতে পারবে৷ সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, গরুর গোশত বন্ধের মতো পুরো দেশে মদ, নেশা, অশ্লীলতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করুন৷ মাদকের ধ্বংস থেকে জাতিকে বাঁচান৷ দেশের উন্নয়নের প্রতি দৃষ্টি দিন৷ দেশ ও দেশের মানুষের কথা বলুন৷ জাতিগত বিভক্তি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলুন৷
গতকাল দেওবন্দের কাসেমপুরায় জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানি এসব কথা বলেন৷
ঢাকায় পৌঁছেছেন মক্কা-মদিনার ইমাম-উলামা
‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’
তিনি বলেন, সরকার আসবে, সরকার পরিবর্তনও হবে৷ কোনো সরকারই স্থায়ী নয়৷ উত্তর প্রদেশে সরকার পরিবর্তন হওয়ায় মুসলমানদের ভীত হবার কোনো কারণ নেই৷ যারা সত্য ন্যায়ের পক্ষে থাকে তাদের ওপর বিপদ আসবেই৷ সুতরাং চরম ধৈর্য আর নৈতিক উন্নয়নের মাধ্যমে সার্বিক অবস্থার মোকাবেলা করতে হবে৷ ধৈর্যের পরীক্ষায় যারা জয়ী হবে তারাই প্রকৃত বিজয়ী, সফলকাম৷ আমরা কখনো অন্যায় করি না, অন্যায়ের সঙ্গও দেই না৷ কিন্তু কেউ অন্যায় করলে তার বিরোধিতা আমরা করবোই৷
জমিয়ত নেতা হজরত মুফতি কারী আফ্ফান মানসুরপুরীর সঞ্চালনায় ও জমিয়তের সাহারানপুর জেলা শাখার সদর হজরত মাওলানা জহূর আহমদ সাহেবের সভাপতিত্ত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন দারুল দেওবন্দের সিনিয়র উস্তাদ হজরত মুফতি রাশেদ আজমি, জমিয়ত নেতা ও সিনিয়র শিক্ষক হজরত মাওলানা সালমান বিজনুরী, হিন্দু ধর্মের মহা ঠাকুর আচারিয়া প্রমোদ কৃষ্ণ, কানপুরের জমিয়ত সভাপতি মাওলানা মাতিনুল হক কাসেমিসহ অন্যান্য নেতৃবন্দ৷
আরো নিউজ
সরকার পরিবর্তনে মুসলমান ভীত নয়: নৈতিক উন্নয়নে অবস্থার মোকাবেলা করুন: মাদমুদ মাদানি