আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মদিনায় কুরআন বিশ্বকোষ ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স সুলতান বিন সালমান এ প্রকল্পের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী এ ভবনে কুরআনে বর্ণিত সব জ্ঞানের সমারোহ হবে।
মদিনার প্রিন্স মুহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাদশাহ সালমান রোডে ২ লক্ষ স্কয়ারফিটের এ ভবন নির্মিত হবে।
২০১২ সালে ভবন নির্মানের প্রস্তাব দেয়া হয়।
ভবনের ডিজাইন করতে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে।
ধারণা করা হচ্ছে, এটি হবে আরব বিশ্বের অন্যতম জ্ঞান চর্চা কেন্দ্র।
সূত্র : সৌদি গেজেট
-এআরকে