রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


জঙ্গি বিরোধী অভিযানে আহত র‌্যাব কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

C azadআওয়ার ইসলাম :  সিলেট জঙ্গি বিরোধী অভিযানের সময় আহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন বলে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকাল ৮টার কিছু আগে ঢামেক হাসপাতালে পৌঁছে।

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের দাফনের বিষয়ে আজ শুক্রবার সিন্ধান্ত নেওয়া হবে। তিনি নিহতের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে গত শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনার পরদিন সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। এর দুইদিন পর চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয় বলে মুফতি মাহমুদ জানিয়েছিলেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা আনার পর আবার সিএমএইচে নেওয়া হয় তাকে।

১৯৭৫ সালে আবুল কালাম আজাদের জন্ম হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ এই সামরিক কর্মকর্তা ১৯৯৬ সালে ৩৪তম ব্যচে বিএমএ লং কোর্স সম্পন্ন করেন। ২০১১ সালে এলিট ফোর্স খ্যাত র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পান। ওই বছরই তাকে পদোন্নতি দিয়ে গোয়েন্দা বিভাগের উপপরিচালক করা হয়। আর পরে ২০১৩ সালে তিনি পরিচালক হিসেবে পদোন্নতি পান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আবুল কালাম আজাদ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ