রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় একাধিক মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Asafud dawlaআওয়ার ইসলাম : ভারতে ক্ষমতাশালী একশ’ ব্যক্তিত্বের মধ্যে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ৪৭ বছর বয়সী ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ৫৮ নম্বরে রয়েছেন। দিল্লি থেকে প্রকাশিত একটি দৈনিকে ২০১৭ সালে ১০০ সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়'র তালিকায় ওয়াইসিকে ৫৮ নম্বরে রাখা হয়েছে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি দেশের ক্ষমতাশালী নারীদের মধ্যে চতুর্থ নম্বরে রয়েছেন। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি টি এস ঠাকুর ১১ নম্বরে আছেন। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলামনবী আজাদ রয়েছেন ২৮তম স্থানে।

তিনবার এমপি নির্বাচিত হওয়া আসাদউদ্দিন ওয়াইসি নিজেকে হিন্দুত্ববাদ বিরোধী কণ্ঠস্বরে পরিণত করছেন। তার ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বিজেপি-শিবসেনাশাসিত মহারাষ্ট্রে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন দল শক্তিশালী হচ্ছে।

ওই তালিকার প্রথম দিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, অর্থমন্ত্রী অরুণ জেটলি, শিল্পপতি মুকেশ আম্বানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীরা রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ১৪ নম্বরে।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ