মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিতে গত দুই বছরে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। দেশটির হুতি বিদ্রোহী অংশ এবং সৌদি জোট নেতৃত্বাধীন বাহিনীর মধ্যকার দীর্ঘ লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।
দীর্ঘ লড়াইয়ের ফলে ইয়েমেনের অর্থনৈতিক অবস্থা একদিকে যেমন ভগ্নদশায় তেমনি মানবিক পরিস্থিতিও হুমকির মুখে। বিভিন্ন দাতব্য সংস্থা ত্রান সহায়তা নিয়ে দেশটির বিভিন্ন প্রান্তে পৌছাতে পারছে না বিবদমান পরিস্থিতির কারণে।
পরিসংখ্যান অনুসারে, গত দুই বছরে মোট ৫০ হাজার ২৩৭ জন ইয়েমেনি হতাহতের শিকার হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন সাত হাজার ৬৮৪ জন এবং আহত হয়েছেন ৪২ হাজার ৫৫৩ জন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। পাশাপাশি দুই মিলিয়ন ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছে বলেও জানিয়েছে গবেষণা সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।
সংস্থাটির মতে, দেশটির প্রায় ১৭ মিলিয়ন মানুষ পর্যাপ্ত পরিমানে খাবার এবং জীবন ধারনের অন্যান্য উপাদান পাচ্ছে না। এছাড়াও আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দেশটির ৭০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই সাড়ে চার মিলিয়ন মানুষের অবিলম্বে বাসস্থান এবং খাবার প্রয়োজন।
এআর