সিলেট মহানগরের শিববাড়িতে যে বাড়িতে জঙ্গি আস্তানায় সেনা কমান্ডোদের নেতৃত্বে অভিযান চলছে সেই আতিয়া মহলের বাসিন্দাদের বের করে আনা হচ্ছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে প্রায় একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে সাধারণ লোকজনকে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। আতিয়া মহলের আশপাশের লোকদের গতকাল শুক্রবারই সরিয়ে নেওয়া হয়েছিল।
আজ শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো আতিয়া মহলের ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযানসংশ্লিষ্টরা। কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা বাড়ির বাইরে অপেক্ষা করছেন। 'অপারেশন টোয়াইলাইট' নামে এই অভিযান শুরু হয়েছে। মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চলছে।
সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, অভিযান শুরু হয়েছে। প্যারা কমান্ডো অভিযান চালাচ্ছে। পুলিশ, সোয়াত ও প্যারা কমান্ডোর সদস্যরা বাইরে থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতিয়া মহলের বাইরে অবস্থান নিয়েছেন প্যারা কমান্ডো ও সোয়াত টিমের আরও প্রায় এক থেকে দেড় শ সদস্য।
শুক্রবার ভোর থেকে সিলেটের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের সব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। শুক্রবার সকালে আতিয়া মহল থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সিলেটে ওই জঙ্গি আস্তানার কাছে পৌঁছান। শুক্রবার বিকাল ৩টা ৫০ মিনিট থেকে ঢাকা থেকে গিয়ে আতিয়া মহলকে ঘিরে রাখে সোয়াত টিমের সদস্যরা।
আরআর