অধিকৃত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল। শুক্রবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বন্দুকধারীরা তাকে হত্যা করে।
৩৮ বছর বয়সী এ নেতার হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করা হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, হামাস এবং হামাসের সামরিক শাখা ফুকাহা হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং তার দোসরদের দায়ী করছে।
বিবৃতিতে আরো বলা হয় যে, ইহুদিবাদী ইসরাইল ভাল ভাবেই জানে যে ফিলিস্তিনি যোদ্ধাদের রক্ত বৃথা যাবে না। এ ছাড়া, এ হত্যার জবাব কী করে দিতে হবে তাও হামাসের জানা আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গাজায় হামাসের উপপ্রধান খলিল আল-হায়া বলেছেন, ফুকাহার মৃত্যুতে একমাত্র ইহুদিবাদী ইসরাইলই লাভবান হবে।
২০১১ সালে ইহুদিবাদী ইসরাইলের বন্দির বিনিময়ে যে এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছিল তাদের মধ্যে ফুকাহাও ছিলেন।
আরআর