শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

যোগী আদিত্যনাথের সমালোচনায় গ্রেপ্তার ৩ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jogi2ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করায় তিন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্র জানায়, প্রদেশের বরেলি, গাজিপুর এবং আমেথি থেকে করা তিনটি পৃথক মামলার প্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনাস সিদ্দিকি নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করায়।

অন্যদিকে বরেলি থেকে সালমান আনসারি নামের অপর এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অপরাধে।

অপরদিকে গাজিপুর থেকে আব্দুল রাজ্জাক নামের অপর তরুণকে গ্রেপ্তার করা হয়। অবশ্য রাজ্জাককে আদিত্যনাথের আপত্তিকর ছবি শেয়ার দেয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়। বর্তমানে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে অনলাইন অ্যাক্টে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন যোগী আদিত্যনাথ। এর আগে মোট পাঁচবার সংসদ সদস্য ছিলেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ