ভারতের উত্তরপ্রদেশের ব্যাটন গোরক্ষপুরের সংসদ সদস্য যোগী আদিত্যনাথের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে বিজেপি।
তিনি সেখানকার গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিত। ৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরপন্থী হিসেবে পরিচিত। এ নিয়ে মোদির দল বিজেপির মধ্যেই প্রশ্ন উঠেছে।
দীর্ঘ ৫ বছর তিনি গোরখপুরের সাংসদ। এর আগে কখনও তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে অংশ নেননি।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোজ সিনহা, বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য, রাজনাথ সিংহ, স্বতন্ত্রদেব সিংহ, সতীশ মাহানা এবং সুরেশ খন্নার মতো নেতাদের নাম উঠে এলেও তাদের এড়িয়ে একজন কট্টরপন্থীকে মুখ্যমন্ত্রী হিসেবে স্থির করায় দলের একাংশের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনডিটিভি জানিয়েছে, রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ।
এআর