মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joddo bimanএকটি অনুপ্রবেশকারী ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে সিরিয়ার সরকারী বাহিনী। তারা বলেন, ইসরাইলের চারটি যুদ্ধবিমান সিরিয়ায় অনুপ্রবেশ করে পালমিরার কাছে সরকারী বাহিনীর ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।

রাশিয়ার সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সরকারের সঙ্গে এবারই সবচেয়ে গুরুতর সামরিক সংঘাতে গেছে ইসরাইল।

শুক্রবার সকালে সিরিয়ার অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। এ সময় বেশ কয়েকটি অ্যান্টি-এয়ারক্রাফট মিশাইল ছোড়া হয় যুদ্ধবিমানের দিকে।

ওই বিবৃতিতে ইসরাইলি কোন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রসঙ্গে কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছে, অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই হামলা চালিয়ে যুদ্ধবিমান ও ইসরাইলি বেসামরিক লোকজনের নিরাপত্তা বিপন্ন করার যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। এর পরে সিরিয়া সরকার বিমান ভ’পাতিত করার কৃতিত্ব দাবি করলে, ইসরাইল ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইসরাইলের পত্রিকা হারেৎস লিখেছে, পূর্বে একাধিকবার ইসরাইল সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা উঠলেও, কোনবারই বিবৃতি দিয়ে জানায়নি সামরিক বাহিনী। এবারই বিবৃতি দিয়েছে ইসরাইলি বাহিনী, যা বেশ বিরল।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ