নেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনে ইসলামবিরোধী কট্টরপন্থী দল ফ্রিডম পার্টি (পিভিভি) পরাজিত হয়েছে। বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি)। খবর বিবিসির।
বুধবার ১৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯৭ ভাগ ভোট গণনা শেষ ১৫০টি আসনের মধ্যে পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি) পেয়েছে ৩৩টি আসন। নির্বাচনে ৮০.২ ভাগ ভোটার ভোট দেন।
ডানপন্থী গিয়ার্ট ভিল্ডার্সের দল পিভিভি ২০টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আগের বারের চেয়ে দলটি পাঁচ আসন বেশি পেয়েছে।
এদিকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দল (সিডিএ) এবং উদারপন্থী দল ডি৬৬ ১৯টি করে আসন পেয়েছে।
আগের চেয়ে ১০ আসন বেশি পেয়ে গ্রিন-লেফ্ট পার্টি ১৪ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের শরিক লেবার পার্টি গত নির্বাচনে ২৯টি আসন পেলেও এবার মাত্র ৯টি আসনে জয় পেয়েছে।
আরআর