আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের বেসরকারি রকেট কোম্পানি স্পেস এক্স ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে তারা চাঁদে যাত্রী পরিবহন শুরু করবে। এরই মধ্যে দুজন আগামী বছরে চন্দ্রভ্রমণের জন্য অর্থ জমা দিয়েছেন।
২০১৮ সালের শেষের দিকে স্পেস এক্স ব্যক্তি পর্যায়ে চন্দ্রভ্রমণ কার্যক্রম শুরু করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্তা এলন মাস্ক জানিয়েছেন, চাঁদে যাত্রী পরিবহনের এটি একটি পরীক্ষামূলক অভিযান।
তিনি আরও বলেন, ‘চাঁদে পদার্পণের ৪৫ বছরের মধ্যে এটাই প্রথম সাধারণ মানুষের জন্য চাঁদে যাওয়ার সুযোগ।’
তবে ওই দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি স্পেস এক্স।
এলন মাস্ক আরও জানান, 'নাসার সহায়তায় এই অভিযান পরিচালিত হবে। অতীতের যেকোনো অভিযানের তূলনায় এটি দ্রুত সময়ে শেষ হবে।' অতীতের অভিযানগুলোর তুলনায় এটি কম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
চলতি বছরেই তারা চাঁদে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। মহাকাশ যান ও যাত্রীদের ফিটনেস পরীক্ষাও এ সময়ে সম্পন্ন করা হবে।
চাঁদে যেতে তৈরি ওই দুই যাত্রীর নাম গোপন রাখা হলেও রকেট কোম্পানিটি জানিয়েছে, তারা পরস্পরকে চেনেন এবং হলিউডের কেউ নন।
সূত্র : বিবিসি
-এআরকে