আওয়ার ইসলাম: বারো বছর ধরে জেল খাটলেন নির্দোষ এক কাশ্মিরি। ২০০৫ সালে দিওয়ালির সময় দিল্লিতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় ধরা পড়েছিলেন মোট তিনজন, তাদের মধ্যে দু’জনকে আদালত নিরপরাধ বলে ঘোষণা করেছে।
ওই রায় নিয়ে বিস্ফোরণে নিহতদের পরিবার বা আহতরা ক্ষুব্ধ, কিন্তু আদালতে নিরপরাধ ঘোষিত হওয়ার পরে বিনা দোষে সাজা খাটা এক কাশ্মীরী মুসলমান বলছেন যে, তার জীবন থেকে যে বারোটা বছর চলে গেল, সেটা কে ফিরিয়ে দেবে?
মুহম্মদ হুসেইন ফাজলি আর রফিক আহমেদ শাহকে ২০০৫ সালে দিল্লির সিরিয়াল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই বিস্ফোরণগুলোতে মৃত্যু হয়েছিল মোট ৬৮ জনের, আহত হন আরও বহু মানুষ।
কিন্তু এত বছর ধরে মামলা চলার পরে সম্প্রতি দিল্লির এক নিন্ম আদালত ঘোষণা করেছে যে ওরা দু’জনেই নির্দোষ। ফাজলি শ্রীনগরের সোরহা এলাকায় তার বাড়িতে ফিরে গেছেন।
শ্রীনগরের শাল প্রস্তুতকারী মুহম্মদ হুসেইন ফাজলির বিয়ের কথা চলছিল ধরা পড়ার সময়ে। বাড়ি ফিরে ফাজলি বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন।
তিনি বলেন, বাড়ি ফিরে গিয়ে যখন বাবা-মা কে দেখলাম, তখন উপলব্ধি করতে পারলাম যে কী হারিয়েছি এতগুলো বছরে! মা বিছানায় শুয়ে আছেন, বাবা একটা চোখে দেখতে পান না।
ওদের ওপর দিয়ে যা গেছে এই বারো বছরে, সেটা কী করে ফিরে আসবে? আর আমার নিজের জীবনটাও তো শেষ হয়েই গেছে। যেদিন আদালত তাকে নির্দোষ বলে ঘোষণা করল, সেই দিন কী মনে হচ্ছিল?
এই প্রশ্নের জবাবে ফাজলি বিবিসিকে বলছিলেন, সেদিন আমার জীবন-মরণের ফয়সালা হওয়ার ছিল।