হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, শায়খুল মা'কুলাত হজরত আল্লামা মুজিবুল্লাহ কাসেমি সাহেব (হাফিযাহুল্লাহ) ৮দিনের সফরে বাংলাদেশে এসেছেন৷ রোববার ভারতীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে নয়া দিল্লি থেকে ইন্ডায়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হজরতের অবতরণ করেন তিনি।
এদিকে বাংলাদেশে হজরতের মেজবান মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি জানিয়েছেন, 'আল্লামা মুজিবুল্লাহ সাহেব রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বেশ ক'টি বড় মাদরাসার দীনি প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন৷ পরে তিনি আগামী ২৪ ফেব্রুয়ারি, ইসলামী আন্দোলন বাংলাদেশে'র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেবের আমন্ত্রণে বিদেশি মেহমান হিসেবে চরমোনাইর আগামী ফাল্গুনের মাহফিলে অংশ গ্রহণ করবেন৷'
দেওবন্দে হজরতের শাগরেদ মুহাম্মদ আবদুল হাই সূত্রে জানা গেছে, হজরত চরমোনাই মাদরাসার ৩ দিনব্যাপী মাহফিলে উলামা, তলাবা ও আওয়ামদের পৃথক পৃথক বয়ান পেশ করবেন৷ মাহফিল শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি হদরত দেওবন্দের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷
আরআর