আওয়ার ইসলাম : বায়ুদূষণে প্রতি বছর শুধু ভারতেই মারা যায় ১১ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরে চীনে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। এই হার বাড়ছে ভারতেও। দেশটিতে আগের চেয়ে প্রায় ৫০ ভাগ মৃত্যুর হার বেড়েছে এই বায়ুদূষণের কারণে। ভারতের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা ভেসে বেড়ায়; যা মানুষের ফুসফুসকে সহজেই আক্রান্ত করে ফেলছে। এ কারণে ফুসফুসের ক্যানসার, শ্বাসনালির জটিল সংক্রমণ ও হৃদ্রোগের হার বেড়ে যাচ্ছে। বাতাসে পিএম ২.৫ নামের বিপজ্জনক উপাদানের উপস্থিতির কারণেই এই অকালমৃত্যুর ঘটনা ঘটছে। আর এদিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাচ্ছে।
বায়ুদূষণে মৃত্যু ঘটা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে ভারত। দেশটিতে ১৯৯০ সালে বায়ুদূষণজনিত জটিলতায় প্রায় ৭ লাখ ৩৭ হাজার ৪০০ মানুষের অকালমৃত্যু হয়েছে। আর ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১০ লাখ ৯০ হাজার।
-এআরকে