মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা হায়দারিকে ভিসা প্রদানে বিলস্ব: মার্কিনিদের স্বাগত জানাবে না পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

p periament

আওয়ার ইসলাম : পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের উপ চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারিকে মার্কিন দূতাবাস ভিসা দিতে বিলম্ব করায় মার্কিন কোনো প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না পাকিস্তান।

পাক সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানি এ নির্দেশ দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আন্তসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র চলতি মাসের ১৩ থেকে ১৪ তারিখে অনুষ্ঠিত বৈঠকে সিনেটর হায়দারির নেতৃত্বে পাক প্রতিনিধি দলের যোগ দেয়ার কথা ছিল।

ভিসা বিলম্বের কারণে সে বৈঠকে যোগ দিতে পারেন নি মাওলানা হায়দারি। পরে পাক সিনেটের চেয়ারম্যানের নির্দেশে সে সফর বাতিল করেন মাওলানা হায়দারি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন কোনো প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে নির্দেশ দেন।

-এআরকে

journalism_cors4-768x409


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ