শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ভারতে মহিলা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_26826" align="alignleft" width="500"]ombor ভারতে মহিলা মসজিদ[/caption]

আওয়ার ইসলাম : ২০০০ সাল। দুপুরবেলা। ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এক নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে হন্যে হয়ে খুঁজছেন একটা মসজিদ। নামাজ পড়বেন তিনি। কিন্তু তেলিবাগ এলাকায় কোনও মসজিদ খুঁজে পাচ্ছেন না শাইস্তা অম্বর।

শেষমেশ অবশ্য পেলেন একটা মসজিদের দেখা। তবে মিসেস অম্বরের ছেলেকে মসজিদের ভেতরে ডেকে নিলেও ইমাম তার মাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলেছিলেন।

এ ঘটনায় চরম অপমানবোধ করেন শাইস্তা অম্বর। জিদের বশবর্তী হয়েই সিদ্ধান্ত নিলেন, মহিলাদের জন্য পৃথক মসজিদ তৈরি করবেন তিনি। উদ্যোগও নিলেন মসজিদ তৈরি। উলামায়ে কেরাম বাঁধ সাধলেন। বিরত থাকতে বললেন, স্বামী ও পিতা। কিন্তু কোনো বাঁধাই সে মানলেন না।

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামী সরকারি চাকরি করতেন। সেই সময়ে অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছিলেন। তাই আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে গিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসি। কিন্তু যেভাবে ছেলেকে ভেতরে নিয়ে গেলেও আমাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলা হয়েছিল, তাতে খুব অপমানিত মনে হয়েছিল। তখনই ঠিক করেছিলাম যে নারীদের জন্য মসজিদ হওয়া দরকার।’

[caption id="attachment_26828" align="aligncenter" width="772"]ombor-2 শাইস্তা অম্বর[/caption]

২০০৫ সালে জমি কিনে মসজিদ নির্মাণের কাজ শুরু করে শাইস্তা অম্বর।

 

জমি কিনে ২০০৫ সালে অম্বর মসজিদ তৈরি হয় লখনৌতে। প্রথমে শুধুই নারীরা নামাজ পড়তে আসতেন, তবে পরে পুরুষরাও এখন এখানে নামাজ পড়েন। এতে আরও উৎসাহী ও বেপরওয়া হয়ে ওঠেন তিনি।

তিন তালাক প্রথার বিরুদ্ধে বলতে শুরু করে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার অন্যায় দাবির প্রতিবাদ করে। তখন মিসেস অম্বর আরও কয়েকজনের সহায়তা নিয়ে মুসলিম নারীদের জন্য পৃথক ল বোর্ড তৈরি করে ফেলেছেন - অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ড।

সূত্র : বিবিসি

 

-এআরকে

journalism_cors4-768x409


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ