আওয়ার ইসলাম : সুরক্ষায় নতুন একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছে কাতারের মন্ত্রিসভা। ফলে দেশটির হাজার হাজার গৃহকর্মী বৈধ সুরক্ষা পাবেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজে বলা হয়েছে, কাতারে প্রথমবারের মতো নারী গৃহকর্মীদের বৈধ সুরক্ষা দিতে একটি খসড়া শ্রম আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
কাতার নিউজ অ্যাজেন্সি (কিউএনএ) বলছে, নতুন এই আইনে নারী গৃহকর্মী, চালক, মালি সপ্তাহে কত ঘণ্টা কাজ করবেন তা নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া গৃহকর্মীদের বার্ষিক ছুটি ও মজুরিও নতুন এ আইনে নির্ধারণ করা হয়েছে।
বুধবার মন্ত্রিসভায় গৃহকর্মীদের সুরক্ষায় খসড়া আইন অনুমোদন পেয়েছে। আইনে মালিক ও গৃহকর্মীদের দায়িত্ব, অধিকার ও তারা কোন ধরনের সম্পর্ক রক্ষা করবেন তা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে গৃহকর্মী নির্যাতেনের অভিযোগ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শারীরিক নিপীড়ন, যৌন-নির্যাতন, জোরপূর্বক ও কঠোর শ্রম শোষণের শিকার হচ্ছেন কাতারের গৃহকর্মীরা।
-এআরকে