আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শরণার্থী নিষিদ্ধের প্রতিবাদে ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে আমেরিকার আন্তর্জাতিক কফি-চেইন স্টারবাকস।
রবিবার স্টারবাকস-এর চেয়ারম্যান হোওয়ার্ড স্কালটজ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে এই সংস্থা ১০ হাজার শরণার্থীকে কাজ দেবে।
সংস্থার ওয়েবসাইটে একটি চিঠিতে হোওয়ার্ড স্কালটজ লেকেন, ‘আজ খুবই চিন্তা এবং দুঃখের সঙ্গে এই চিঠি লিখছি। আমেরিকার এমন একটি সময় উপস্থিত হয়েছে যেখানে দেশের নীতিচেতনা এবং বিবেকের উপর প্রশ্ন উঠেছে। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ এই দেশের স্বপ্ন আগামী দিনে সফল হবে কি না তা নিয়ে। আমি যোগাযোগ রেখেছি সেই সব কর্মীর সঙ্গে যাঁদের মনে এখন ভিড় করেছে নানা প্রশ্ন ও সংশয়। যাঁদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া নীতির।’
তিনি স্পষ্ট জানান দিয়েছেন বিশ্বের যে ৭৫টি দেশে স্টারবাকস রয়েছে, সেখানে তিনি শরণার্থীদের কাজ দেওয়ার ক্ষেত্রে কখনওই পিছিয়ে আসবেন না।
আরআর