আওয়ার ইসলাম : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার রেশ না কাটতেই এবার মিয়ানমারে খুন হয়েছে একজন শীর্ষস্থানীয় মুসলিম নেতা। গতকাল মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ বিমানবন্দরের বাইরে পাওয়া যায়।
মিয়ানমারে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম নেতা কো নিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউ কো নি ছিলেন বৌদ্ধ অধ্যুষ্যিত ও সেনাশাসিত মিয়ানমার পার্লামেন্টের সদস্য।
কো নির মেয়ে বলেছে, তার পিতা সব সময় রাজনৈতিক হুমকির মধ্যে থাকতেন। কেননা তিনি মিয়ানমারের রাজনীতিতে সেনা বাহিনীর অব্যাহত হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
সে আরও বলেন, আমাদের পরিবারকে বার বার সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু আমার পিতা সত্যা প্রকাশে আপোষহীন ছিলেন।
গতকাল রবিবার বিকেলে দেশটির রাজধানী ইয়াংগুনের আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকায় তাকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক ট্যাক্সিচালকও নিহত হয়েছেন। কো নি এনএলডির প্রভাবশালী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠজন বলে পরিচিত। গতকাল বিকেলেই তিনি ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরেন।
সূত্র : বিবিসি
-এআরকে