আওয়ার ইসলাম : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আমেরিকা-মেক্সিকো সীমানায় দেয়াল নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটা দেয়াল নির্মাণের সময় নয়। তিনি বিশ্ব বাণিজ্যচুক্তি বাতিলেরও সমালোচনা করেন।
তিনি মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, তারা বার্লিন দেয়ালের কথা ভুলে গেছে। মানুষ তা ভাঙ্গতে বাধ্য করেছে। দুজাতিকে বিভক্তকারী দেয়ালও এক সময় ভেঙ্গে ফেলা হবে।
তবে তিন ইরানিদের ভিসা বাতিলের ব্যাপারে কোনো কথা বলেন নি। শুধু বলেছেন, ইরান অতি শীঘ্রই আমেরিকার বন্ধ দরজা খুলবে।
ভিসা বাতিলের প্রতিবাদে ইরানের প্রখ্যাত অভিনেতা তারানেহ আলি দোস্তি অস্কার পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।
সূত্র : আরব নিউজ
-এআরকে