মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

পুতিনের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক থাকতে বললেন থেরেসা মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

theresa_mayযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

যুক্তরাষ্ট্র সফরকালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকানদের উদ্দেশে এক ভাষণে মে বলেন, “পুতিনের সঙ্গে যোগাযোগ রাখুন। তবে সতর্ক থাকুন। এটাই আমার পরামর্শ।”

স্নায়ুযুদ্ধযুগের কথা স্মরণ করিয়ে দিয়ে মে নিজ নিজ অবস্থানে শক্ত থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে ক্রেমলিনের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং এ নীতি ব্যর্থ হলে পশ্চিমাদের ওপর এর প্রভাব পড়ার ব্যাপারেও সতর্ক করে দেন।

তিনি বলেন, স্নায়ুযুদ্ধ অবসানে দেশে দেশে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকারের ধারা অনেকটা স্তিমিত হয়ে এসেছে। উল্লেখযোগ্যভাবে বৈদেশিক অঙ্গনে প্রভাব বিস্তার করেছে চীন এবং রাশিয়া।

“রাশিয়ার কথা বলতে গেলে বলতে হয়, তাদের ক্ষেত্রে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দৃষ্টান্ত মেনে চলাই বুদ্ধিমানের কাজ। তিনি প্রতিপক্ষ মিখাইল গর্বাচভের সঙ্গে আলোচনার সময় একটি কথা মেনে চলতেন- আর তা হচ্ছে, ‘বিশ্বাস কর কিন্তু যাচাই করে নাও”।

মে আরও বলেন, “রশিয়ার সঙ্গে পশ্চিমাদের সংঘাত বাধার মত অনিবার্য কোনওকিছু নেই। আবার স্নায়ুযুদ্ধের দিনগুলোতে ফিরে যাওয়ার মত অবশ্যম্ভাবী কোনও পরিস্থিতিও নেই। কিন্তু আমাদেরকে শক্ত অবস্থানে থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে।”

 এরপরপরই মে তার এবং ট্রাম্পের পূর্বসূরির কিছু নীতির কথা তুলে ধরে সতর্ক করে দিয়ে বলেন, অতীতের সেই ব্যর্থ নীতিগুলোর পুনরাবৃত্তি যেন আর না হয়।

 
এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ