কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।
শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির দক্ষিণাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এই হামলা চালানো হয়। আল-শাবাবের এক মুখপাত্র বলেন, তাদের হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা পালিয়ে যাওয়া কেনিয়ান সেনাদেরও খুঁজে বের করবো।
এদিন গুলিবর্ষণের আগে দুটি গাড়িবোমা হামলা চালানো হয় বলেও জানান ওই মুখপাত্র। এছাড়া সেনাদের গাড়ি ও অস্ত্রও লুট করে তারা।
আল-শাবাবেরও কয়েকজন জঙ্গি মারা গেছে। তবে সেই সংখ্যা জানায়নি গোষ্ঠীটি। সোমলিয়া আফ্রিকান ইউনিয়ন ঘাটি দখল করেছে বলেও দাবি করে আল-শাবাব।
এআর