আওয়ার ইসলাম: ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে অস্ট্রেলিয়ায় একটি ইসলামি যাদুঘর রয়েছে। এটি অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে ২০১৪ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়। -ইকনা
যাদুঘরটির অবস্থান মেলবোর্ন শহরে। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসেন যাদুঘরটি দেখতে। আসেন ইসলামের ঐতিহাসিক নিদর্শন ও ইসলামের সঙ্গে পরিচিতি হতে।
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার এবং বেশ কিছু ইসলামি দেশ এবং বৈদেশিক সংস্থা এই যাদুঘরটি নির্মাণের জন্য এক কোটি ডলার অনুদান করে।
এই জাদুঘর নির্মাণের মূল উদ্দেশ্য হচ্ছে সেদেশের জনগণের মধ্যে ইসলাম ধর্মকে পরিচিত করানো এবং দর্শনার্থীদের মাঝে ইসলামি এবং মুসলমানদের নির্মিত শিল্পসমূহ তুলে ধরা।
ভবনটি একটি অনন্য স্থাপত্য এবং অত্যাধুনিক শিল্পকর্মের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। যাদুঘরের ভবনটি নির্মাণের জন্য অসংখ্য ইসলামিক ক্যালিগ্রাফি কাচ এবং ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ইসলামিক যাদুঘরে ইসলামি বিশ্বাস, মানব সভ্যতায় ইসলামের অবদান, ইসলামি শিল্প, ইসলামি স্থাপত্য এবং অস্ট্রেলিয়ান মুসলমানদের ইতিহাস তুলে ধরা হয়েছে।