আওয়ার ইসলাম: তরুণীদের কাছে হিজাব এখন গুরুত্বপূর্ণ ট্রেন্ড। সেটিকে সামনে রেখে সিলেটে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী হিজাব মেলা।
বর্তমানে তরুণীরা হিজাবকে ধর্মীয় চেতনার পাশাপাশি স্বাভাবিক পোশাক হিসেবেই নিচ্ছেন। এ কারণে দেশে হিজাবের একটি বড় বাজারও তৈরি হয়েছে। দেশে তৈরির পাশাপাশি বিদেশ থেকেও আসছে হিজাব।
সিলেটের হিজাব মেলা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। শেষ হবে ২০ জানুয়ারি শুক্রবার। মেলার নাম দেয়া হয়েছে পিউরিটি হিজাব ফেয়ার ২০১৭।
বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর হোটেল স্টার প্যাসেফিকে মেলাটি চলবে।
আয়োজকরা বলছেন, মেলায় নানা রঙ-বেরঙের এবং ডিজাইনের দেশি-বিদেশি হিজাব, কুর্তিস এবং তাগার সঙ্গে মানুষের পরিচয় হবে। বৈচিত্রময় নানা ধরনের হিজাব একই জায়গায় পাওয়া যাবে।
আরআর