আওয়ার ইসলাম: পাঠ্যবইয়ের ভুল নিয়ে সমালোচনার মুখে নতুন প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বড় বড় ভুলগুলি ঢাকতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা কাগজ পাঠানোর প্রস্তুাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা পাঠ্যবইয়ে ভুল করেছে তাদের দায়িত্ব পালন করার কোনো যোগ্যতাই নেই। শব্দ-বানান ভুল হতেই পারে। কিন্তু এত বড় ভুল মেনে নেয়া যায় না।
একটি পাঠ্যবইয়ে কুসুম কুমারী দাশের কবিতা দেখিয়ে ক্ষোভের সঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই কবিতার লাইনেও পরিবর্তন করা হয়েছে। সাধু থেকে চলিত ভাষা করা হয়েছে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এভাবেই সবাই অভ্যস্ত। অথচ এটাতে পরিবর্তন করা হয়েছে। এটা তাদের অযোগ্যতার জন্যই হয়েছে। এই ভুল ক্ষমা করতে পারি না।
আরআর