দিদার শফিক: নামাজের সময় মক্কার মসজিদে হারামের পাশে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি ট্রাফিক পুলিশ।
এ নিষেধাজ্ঞায় নামাজের সময় মসজিদ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়াকে বারণ করা হয়েছে।
তবে ৬ শ্রেণির লোক এ নিষেধাজ্ঞার আওতাধীন নন। এদের ব্যতীত আর কেউ নিষিদ্ধ সময়ে মসজিদে হারামের পাশে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাবে না।
ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ, জানাযা বহনকারী, উদ্ধারকর্মী, বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাগণ, অসুস্থ-অপারগ ব্যক্তি(মাজুর) ও মসজিদে হারামের কাজে নিয়োজিত ব্যক্তিগণ নিষিদ্ধ সময়েও নিজ নিজ গাড়ি নিয়ে মসজিদের সীমানায় প্রবেশ করতে পারবে।
সূত্র: কুদরত ডটকম।
এআর