সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা আজমি রহ. এর জানাযা শনিবার বাদ জোহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহুরুল ইসলাম
দেওবন্দ থেকে

[caption id="attachment_22690" align="alignleft" width="500"]darul_ulum দারুল উলুমের দফতরে শোকাহত উস্তাদগণ[/caption]

দারুল উলুম দেওবন্দের শায়খে সানী, হজরত আল্লামা আবদুল হক আজমী রহ.-এর নামাজে জানাযা কাল (৩১ ডিসেম্বর, শনিবার) বাদ জোহর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷

উল্লেখ্য, আজ স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেছেন৷

হজরত আজমি বার্ধক্যের কারণে দীর্ঘ দিন থেকেই নানা অসুখে ভুগছিলেন৷ আজ দুপুরের দিকে হঠাৎ পেটে ব্যথা অনুভব হলে তাকে স্থানীয় একটি হসপিটালে নেয়া হয়৷ জরুরি চিকিৎসায় প্রথমে কিছুটা আশার আলো দেখা গেলেও ধীরে ধীরে অবস্থার অবনতি হয়৷ অবশেষে রাতে পৌনে ৮টার দিকে হাজার হাজার শাগরেদ-ভক্তদের শোক সাগরে ভাসিয়ে রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান৷

রাত পৌনে ৯টার দিকে মরহুমের লাশ দারুল উলুম দেওবন্দের পুরাতন দারুল হাদিসে এনে রাখা হয়৷ খবর পেয়ে ইতোপূর্বেই শত শত আলেম-তলাবা সেখানে উপস্থিত ছিলেন৷ তখন পুরো দারুল হাদিসজুড়ে এক অভাবনীয় আবেগের পরিবেশ তৈরি হয়৷ চোখের পাতা ভিজে ওঠে প্রিয় উস্তাদের বিয়োগ ব্যথায়৷

দারুল উলুম দেওবন্দের সকল উস্তাগণ খবর পেয়েই দারুল হাদিসে উপস্থিত হন৷ মন ভরে দেখে নেন ইলমে হাদিসের একনিষ্ঠ খাদেমকে৷ মুহাতামিম, হজরত মুফতি আবুল কাসেম নোমানি, সদরুল মুদার্রীসিন, হজরত আল্লামা সাঈদ আহমদ পালনপুরী, নায়েবে মহতামিম আল্লামা আবদুল খালেক সাম্ভলী, মুফতিয়ে আজম হাবিবুর রহমান খায়রাবাদি, সিনিয়র মুহাদ্দিস আল্লামা কমরুদ্দিন, আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লামা আবদুল খালেক মাদরাজিসহ দারুল উলুমের সকাল উস্তাই মরহুমকে এক নজর দেখতে দারুল হাদিসে উপস্থিত৷

এসময় এহাতায়ে মুলসুরিতে গিয়ে দেখা যায়, সিনিয়র উস্তাগণ নওদারায় ভগ্ন হৃদয়ে বসে আসেন৷ কারো মুখে কোনো কথা নেই৷ চেহারায় শোকের ছাপ স্পষ্ট৷ দীর্ঘ দিনের প্রিয় সাথীকে হারিয়ে যেনো শোকে বিহ্বল হয়ে পড়েছেন সবাই৷

পরে সিনিয়র উস্তাদ ও মরহুমের পরিবারের সদস্যগণ পরামর্শ করে আগামী কাল বাদ জেহর মরহুমের জানাযা পড়া হবে বলে উপস্থিত জনতাকে জানিয়ে দেন৷ জানাযার নামাজ নওদারা সংলগ্ন এহাতায়ে মুলসুরিতে আদায় করা হবে৷ পরে মরহুমকে দেওবন্দের মাকবারায়ে কাসেমিতে দাফন করা হবে বলে জানা যায়৷

হজরত আবদুল হক আজমি (রহিমাল্লাহু), হারদুঈ হজরত মাওলানা শাহ আবরারুল হক (রহিমাল্লাহু)-এর খলিফা ছিলেন৷ ব্যক্তি জীবনে আজমি
(রহিমাল্লাহু) চার ছেলের পিতা ছিলেন৷ ছেলেরা সবাই বিজ্ঞ আলেমে দ্বীন৷

দেওবন্দের ছাত্রারা ছাড়াও দারুল উলুম ওয়াকফ দেওবন্দসহ আশ পাশের সব মাদরাসার ছাত্র-উস্তাদগণ ও এলাকার শত শত মানুষ হজরতকে এক নজর দেখার জন্য পুরাতন দারুল হাদিসে উপস্থিত হন৷

আরআর

আরো পড়ুন: আল্লামা আবদুল হক আজমী ইন্তেকাল করেছেন

তুমি রবে হৃদয়ে হৃদয়ে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ